আড়াই দশক পর গান্ধী পরিবারের বাইরে একজন নতুন সভাপতি পেল ভারতীয় কংগ্রেস, ‘পরিবর্তনের প্রার্থী’ শশী থারুরকে বিপুল ভোটে হারিয়ে দলের শীর্ষ পদে নির্বাচিত হলেন গান্ধী পরিবারের ‘অনুগত’ মল্লিকার্জুন খড়্গে ।
কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথরিটি বুধবার দলীয় নেতৃত্ব নির্বাচনের ফল ঘোষণা করে জানিয়েছে, মোট ৯ হাজার ৩৮৫ ভোটের মধ্যে মল্লিকার্জুন খড়্গে পেয়েছেন ৭৮৯৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শশী থারুরের পক্ষে পড়েছে মাত্র ১০৭২ ভোট।
সোমবার দলীয় এ নির্বাচনের ভোট গ্রহণ হয়; গণনা শেষে বুধবার ফল ঘোষণার আগে আগে ‘ব্যাপক অনিয়মের’ অভিযোগ তোলে শশী থারুরের পক্ষ।
নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যান আমরা মধুসূদন মিস্ত্রিকে লেখা এক চিঠিতে শশী থারুরের পক্ষ থেকে বলা হয়, “উত্তরপ্রদেশের নির্বাচন পরিচালনায় অত্যন্ত গুরুতর অনিয়ম আপনার নজরে আনতে চাই। দেখতে পাচ্ছেন, ঘটনাগুলো মারাত্মক এবং সেখানে নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা এবং সততার অভাব রয়েছে।”
তবে ভোটের ফল প্রকাশের পর কংগ্রেসের নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন শশী থারুর, বিশাল এই দায়িত্ব পালনে ‘খড়্গেজির’ সাফল্যও কামনা করেছেন তিনি।
Leave a Reply