ঘোষিত মজুরিতেই কাজে ফিরতে বললেন প্রধানমন্ত্রী
১০ নভেম্বর ২০২৩ শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়েছে। এই মজুরি নিয়ে তারা খুশি না। তারা আরও বেশি মজুরি চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের উদ্দেশে বলেছেন, তারা যা মজুরি পেয়েছে, তা নিয়ে কাজে ফিরে যাক।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, পোশাকশ্রমিকদের জন্য সব ধরনের সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু তারা যদি কারও প্ররোচনায় রাস্তায় নেমে আসে, তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। কারখানা ধ্বংস হলে উৎপাদন ব্যাহত হবে, রপ্তানি ব্যাহত হবে। তখন তাদের কাজ থাকবে কোথায়?
প্রধানমন্ত্রী বলেন, পোশাকশ্রমিকদের আন্দোলনের পেছনে উসকানিদাতারা আছে। তারা চায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে।
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে আওয়ামী লীগ সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত ১৪ বছরে পোশাকশ্রমিকদের মজুরি ১ হাজার ৬০০ টাকা থেকে ৮ হাজার ৩০০ টাকা করা হয়েছে। বর্তমানে তা আরও বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। প্রতিবছরে ৫ শতাংশ করে মজুরি বৃদ্ধি করা হবে।
মূল্যস্ফীতির কারণে বেতন বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের বেতন ৫ শতাংশ বাড়ানো হয়েছে। পোশাকশ্রমিকদের বেতন ৫৬ শতাংশ বাড়ানো হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, পোশাকশ্রমিকদের জন্য যে কারখানা রুটি-রুজির ব্যবস্থা করে, খাদ্য দেয়, কর্মসংস্থানের ব্যবস্থা করে, সেই কারখানাগুলোতে হামলা, পোড়ানো, ধ্বংস করা হচ্ছে। ১৯টি কারখানায় আক্রমণ করে ধ্বংস করা হয়েছে।
Leave a Reply