স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, নিহত পুলিশ সদস্যকে ছাত্রদল নেতা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। সেই ফুটেজ ও ছবি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রয়েছে।
শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিএনপির–জামায়াতের সঙ্গে সংঘর্ষে আহত পুলিশ সদস্য ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সবাই দেখেছেন, একজন পুলিশ সদস্যকে কীভাবে নৃশংসভাবে হত্যা করেছে। পুলিশ সদস্য পড়ে যাওয়ার পরেও একজন ছাত্রদল নেতা তাঁকে নৃশংসভাবে কুপিয়ে তাঁর মাথা ক্ষত-বিক্ষত করে দিয়েছে। তার ফুটেজ রয়েছে। সেই পুলিশ সদস্য মারা গেছেন। এ দৃশ্য সবার হৃদয়ে দাগ কেটেছে।’
শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিএনপির–জামায়াতের সঙ্গে সংঘর্ষে আহত পুলিশ সদস্য ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সবাই দেখেছেন, একজন পুলিশ সদস্যকে কীভাবে নৃশংসভাবে হত্যা করেছে। পুলিশ সদস্য পড়ে যাওয়ার পরেও একজন ছাত্রদল নেতা তাঁকে নৃশংসভাবে কুপিয়ে তাঁর মাথা ক্ষত-বিক্ষত করে দিয়েছে। তার ফুটেজ রয়েছে। সেই পুলিশ সদস্য মারা গেছেন। এ দৃশ্য সবার হৃদয়ে দাগ কেটেছে।’
আসাদুজ্জামান খাঁন বলেন, ‘বিএনপি বৃষ্টির মতো ইট-পাটকেল ছুঁড়েছে। বিএনপি ২০১৪ সালে তারা যে বিশৃঙ্খল পরিস্থিতি করেছিল, সেই পরিস্থিতি আবারও করার পাঁয়তারা করেছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামীকাল বিএনপি হরতাল ডেকেছে। তারা গাড়ি-বাস পুড়িয়েছে। যেই গাড়িতে অগ্নিসংযোগ করবে, গাড়ি ভাঙচুর করবে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’
এর আগে রাজধানীর কাকরাইলে বিএনপি–জামায়াতের সঙ্গে সংঘর্ষে আহত পুলিশ সদস্য আমিরুল ইসলামকে ঢামেকে নেওয়া হয়। এরপর দায়িত্বরত চিকিৎসক বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply