1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

নির্বাচন পরিচালনার সক্ষমতা জানতে চেয়েছে মার্কিন পর্যবেক্ষক দল

  • আপডেট সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

১১ অক্টোবর ২০২৩ বুধবার
নির্বাচন পরিচালনার সক্ষমতা জানতে চেয়েছে মার্কিন পর্যবেক্ষক দল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচন পরিচালনা করার সক্ষমতা আমাদের আছে কি না সে বিষয়ে মার্কিন পর্যবেক্ষক দল জানতে চেয়েছে।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো পার্টি যদি মনে করে নির্বাচনে তাদের দল বাধাগ্রস্ত হচ্ছে, তাহলে তাদের জন্য নিরাপত্তা কেমন হবে সেটিও জানতে চেয়েছেন পর্যবেক্ষক দলের সদস্যরা। পাশাপাশি আমাদের জরুরি সেবা ৯৯৯ এর ব্যাপারেও জানতে চেয়েছেন তারা।

তিনি বলেন, আমরা প্রতিনিধি দলকে জানিয়েছি যে, আমাদের দেশের পুলিশ জানে কীভাবে নির্বাচনী দায়িত্ব পালন করতে হয়। আমাদের এ বাহিনীর পাঁচ হাজারের বেশি নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। নির্বাচনে পুলিশের পাশাপাশি আনসার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। পাশাপাশি বিজিবি, কোস্টগার্ড এবং প্রয়োজনের তাগিদে সেনা সদস্যরাও কাজ করবেন।
বারবার যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন প্রতিনিধি দল আসছে, বিষয়টিকে কীভাবে দেখছেন? এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা সবাইকে স্বাগত জানাই।

সরকার সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে পারবে কি না— পর্যবেক্ষক দলের এ প্রশ্নে তাদের কী জানানো হয়েছে? জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা বলেছি অবশ্যই পারব। তবে কোনো অভিযোগের বিষয়ে কথা হয়নি। এমনকি তারা নিজেদের পর্যবেক্ষণের ব্যাপারেও কিছুই জানাননি। পর্যবেক্ষক দল বাংলাদেশের ক্রিকেট ও ফুটবলের ব্যাপারেও খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি এ ব্যাপারে প্রশংসা করেছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com