প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপরে আল্লাহ, নিচে আমার দলের লোক। বরাবরই দলের লোক, দেশবাসী আমাকে ঢাল হয়ে রক্ষা করেছে।
প্রধানমন্ত্রী আজ বুধবার ১১ অক্টোবর টুংগীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মত বিনিময় সভায় এই কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। গত ১৪ বছরে গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে আমরা দেশব্যাপি উন্নয়ন করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হলে আমরা আরও এগিয়ে যেতে পারতাম। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র থাকবেই। আমি ভয় পাই না।
Leave a Reply