সংবিধান বুঝি না, তত্ত্বাবধায়ক সরকার বুঝি না। নির্বাচন হতে হবে বর্তমান সরকারের নিয়ন্ত্রণের বাইরে, এ কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
রোববার (২৩ জুলাই) রাজধানীর বনানীতে জাতীয় পার্টিতে শতাধিক নেতাকর্মীর যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আরও বলেন, দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। সামনে কী হবে তা কেউ জানে না।
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের কথা উল্লেখ করে জি এম কাদের বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। জনগণের ভোটে নির্বাচন হবে, আমরা এমন নির্বাচন দেখতে চাই।জাপা চেয়ারম্যান বলেন, সরকার মানুষকে মানুষ মনে করে না। পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়।
জি এম কাদের অভিযোগ করেন, জাতীয় পার্টিকে দুর্বল করতে সবাই কাজ করেছে। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সবচেয়ে বেশি করেছে।
Leave a Reply