১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর চালানো নৃশংসতাকে ‘গণহত্যা’ এবং ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃতির জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পেশ করা হয়েছে।
প্রস্তাব পেশ করা দুই কংগ্রেসম্যান হচ্ছেন স্টিভ চ্যাবেট (রিপাবলিকান) এবং ভারতীয় বংশদ্ভুত রো খান্না (ডেমোক্র্যাটিক)।
এ প্রসঙ্গে স্টিভ চ্যাবেট তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে লেখেছেন: ১৯৭১ সালের বাংলাদেশ গণহত্যাকে ভুললে চলবে না। ওহাইও ফাস্ট ডিস্ট্রিক্টের হিন্দু কমিউনিটি এবং রো খান্না’র সহযোগিতায় আমি মার্কিন প্রতিনিধি পরিষদে বাঙালি এবং হিন্দুদের বিরুদ্ধে সংগঠিত গণহত্যাকে প্রকৃত অর্থে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতির জন্য প্রস্তাব করেছি।
রো খান্না তার টুইটার পোস্টে গণহত্যার মাধ্যমে লাখ লাখ বাঙালি ও হিন্দু নিহত বা বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন।
Leave a Reply