1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৮৮ বার পঠিত

সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫ শতাংশ হারে দেয়া প্রণোদনা ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে। মঙ্গলবার (১৮ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে।
অতিরিক্ত সচিব মো. আবদুর রহমান কান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮-এর ১৫ ধারার ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, সায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিরা এই আর্থিক সুবিধা পাবেন।
অতিরিক্ত সচিব মো. আবদুর রহমান কান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮-এর ১৫ ধারার ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, সায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিরা এই আর্থিক সুবিধা পাবেন।
প্রজ্ঞাপনের তথ্যমতে, ১ জুলাই থেকে প্রাপ্য মূল বেতনের ওপর ৫ শতাংশ হারে আর্থিক সুবিধা মিলবে। তবে তা ১ হাজার টাকার কম নয়।
এরআগে, ২৫ জুন সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি চাকরিজীবীদের এ প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বেড়েছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশেও। এ জন্য সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫ শতাংশ হারে প্রণোদনা দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com