স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জেসিআই আয়োজিত দুই দিনের স্মার্ট বাংলাদেশ সামিট ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে আজ শুক্রবার এ আহ্বান জানান সালমান এফ রহমান।
সালমান এফ রহমান বলেন, ১৪ বছরে বাংলাদেশে ব্যাপক উন্নতি হয়েছে। ইউনিয়ন পর্যায়েও এখন সাবমেরিন কেবল নেটওয়ার্ক পৌঁছে গেছে। তাই অনেকেই এখন শহর থেকে গ্রামমুখী হচ্ছেন।
স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ কোন দিকে যাবে সেই সিদ্ধান্ত শুধু রাজনীতিবিদদের নয়, তরুণদেরও।
জেসিআই বাংলাদেশের আয়োজনে ও এসপায়ার টু ইনোভেটের (এটুআই) সহযোগিতায় ৯ ও ১০ জুন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হচ্ছে জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট, এক্সপো ও সিওয়াইই অ্যাওয়ার্ড ২০২৩।
আয়োজনে সহযোগিতায় রয়েছে তথ্য প্রযুক্তি সংগঠন বেসিস, পোশাক শিল্পের সংগঠন বিজিএমইএ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ডেইলি স্টার। এ ছাড়াও ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে আইএসপিএবি, বাক্য এবং ই-ক্যাব।
Leave a Reply