নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আইনশৃঙ্খলার বাহিনীর প্রতি আমাদের নির্দেশনা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। আইনশৃঙ্খলা বজায় থাকতে হবে।
তিনি বলেন, যদি কোনো চ্যালেঞ্জ থাকে সেটি তাদের মোকাবিলা করতে হবে। আইনশৃঙ্খলার যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে তার দায়দায়িত্ব তাদের নিতে হবে।
রোববার (২৮ মে) বিকেলে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোটাররা কাকে ভোট দেবেন; কে জিতবে, হারবে সেটি আমাদের বিষয় নয়। কিন্তু ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার যে দায়িত্ব সেটি পালনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
Leave a Reply