1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

জাতিসংঘে ইউক্রেনের পক্ষে বাংলাদেশের ভোট

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১১১ বার পঠিত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশসহ ১শ’ ৪৩টি দেশ। ভোট দেওয়া থেকে বিরত ছিলো ভারত-চীনসহ ৩৫টি দেশ।

ভোটের মাধ্যমে বিশ্ব পরিষ্কার বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ হামলার জবাবে ইউক্রেনে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়েছে ন্যাটো মিত্ররা।

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরই জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে ভোটাভুটি। নিন্দা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া, বেলারুশ, নর্থ কোরিয়া, সিরিয়া এবং নিকারাগুয়া।

ইউক্রেনে রুশ হামলা চলার পর থেকে এবারই প্রথম রাশিয়ার বিরুদ্ধে সব চেয়ে বেশি ভোট পড়লো। গত সপ্তাহে জাঁকজমক আয়োজনে লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনকে নিজেদের অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়ে নথিতে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। আর ক্রিমিয়া ব্রিজে বিস্ফোরণের দু’দিন পর থেকেই ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে মস্কো।

ইউক্রেনে মস্কোর হামলার জবাব দিতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্রনিরোধী ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে ন্যাটো ও এর মিত্ররা। ন্যাটোর সম্মেলনের কয়েক ঘণ্টা পরই ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর মিকোলাইভে হামলা চালাচ্ছে রাশিয়া।

সিএনএনকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ভ্লাদিমির পুতিন শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়া অঙ্কে ভুল করেছে বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com