পদাধিকার বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)’র চেয়ারম্যান করার বিধান সম্বলিত আইনের ধারা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একজন বীর মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে ও তার ভাতা চালুর নির্দেশ দিয়ে বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ এ রুল জারি করেন।
আদালতে মুক্তিযোদ্ধার রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিক এনাম টিপু।
আদেশের বিষয়ে এই আইনজীবী বলেন, ‘একই ব্যক্তি যিনি জামুকার চেয়ারম্যান, তিনিই আবার একই মন্ত্রণালয়ের প্রধান। বিষয়টি এমন যে যিনি জামুকার ক্ষেত্রে তদন্তকারী কর্তৃপক্ষ তিনি আবার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ক্ষেত্রে বিচারক। আদালত আমাদের যুক্তি শুনে রুল জারি করেছেন। সে রুলে, পদাধিকার বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর চেয়ারম্যান করার বিধান সম্বলিত আইনের ৫ এর ১(ক) ও (খ) ধারা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়েছেন।’
Leave a Reply