দেশের সবচেয়ে বড় পাইকারি ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জের একটি মার্কেটের সামনের মঙ্গলবারের (২৩ মে) সরেজমিন চিত্র বলছে, আমদানি করা জিরার বস্তা স্তূপ করে সাজিয়ে রাখা হয়েছে। সেখানের সব পাইকারি মার্কেটেই জিরার এই মজুত চিত্র পরিলক্ষিত হয়।
চলতি মে মাসের ২০ দিনে চট্টগ্রাম বন্দর দিয়ে ৪১৪ দশমিক ৩৭ টন ঝিরা আমদানি হয়েছে। যার পরিমাণ গত বছরের একই সময়ে ছিল ২৮০ দশমিক ৯৫ টন। অথচ সংকট দেখিয়ে গত কয়েক সপ্তাহ ধরে জিরার দাম বাড়ানো হয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, কোরবানিকে সামনে রেখে জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত ৫ হাজার ৪৩৮ টন দারুচিনি, ৪২৩ টন লবঙ্গ, ৮৫৮ টন এলাচ, ১ হাজার ২৫৩ টন জিরা, ১০৬ টন জয়ত্রী, ৪৯৩ টন গোলমরিচ আমদানি হয়েছে।
Leave a Reply