কবির বিন আনোয়ার আরও বলেন, তরুণরাই আমাদের বড় শক্তি, দেশের সব দুর্যোগে এই তরুণরাই সবার আগে এগিয়ে আসে। এই তরুণদেরকে আমরা গড়ে তুলতে চাই স্মার্ট হিসেবে, যেন তারা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সাহায্য করতে পারে। শেখ হাসিনা সরকার এই তরুণদের জন্য ই-কমার্স, ডিজিটাল সেন্টার, ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করেছে। যাতে দেশের তরুণ সমাজ নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। দেশের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নেই, তিনি ছাড়া এই বাংলাদেশের এত উন্নয়ন আর কোনো সরকার করতে পারেনি কখনও, পারবেও না আর। তাই শেখ হাসিনার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, স্মার্ট কর্নার কার্যক্রমে প্রতিটি সেন্টারের জন্য কেন্দ্র থেকে কম্পিউটার, প্রিন্টার, ওয়াইফাই, ওয়েবক্যাম ইত্যাদি প্রযুক্তিপণ্য সরবরাহ করা হবে। একই সঙ্গে প্রতিটি সেন্টারে চার জন কর্মীকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ এবং পরবর্তী পর্যায়ে সবাইকে প্রশিক্ষণ দেওয়া হবে। সারা দেশে আওয়ামী লীগের ৭৮ ইউনিটে এই স্মার্ট কর্নার স্থাপন করা হবে। এই কর্নার থেকেই গুজব মোকাবিলা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের ব্যবস্থা করা হবে।
Leave a Reply