1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

শান্তিপূর্ণ রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে অস্থিরতা বাড়বে: বাংলাদেশ-জাপান যৌথ বিবৃতি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১২০ বার পঠিত

শান্তিপূর্ণ রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে এই অঞ্চলে অস্থিরতা বাড়বে, যা শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তবে জাপান রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখবে। বাংলাদেশ-জাপান যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বিবৃতিতে শেখ হাসিনা বলেন, শিগগিরই রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নিতে হবে। নয়তো পরিস্থিতি আরও জটিল হবে।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রণালয় এ বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়েছে, জাপান বাংলাদেশকে আরও ঋণ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের বর্তমান সংঘাতমূলক পরিস্থিতি উদ্বেগজনক। এ সংঘাত বন্ধ করতে হবে। একই সাথে ইউক্রেন যুদ্ধও সবাইকে ক্ষতিগ্রস্ত করছে। এর ফলে জ্বালানি ও খাদ্যের দাম বেড়েছে।

এতে আরও বলা হয়, মাতারবাড়ি এলাকা ঘিরে জাপান বিনিয়োগ করছে। আগামীতে চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ের উন্নয়নে জাপান সহায়তা করবে।

এতে দুই দেশের দীর্ঘ সময়ের বন্ধুত্বকে আরও গুরুত্ব দিয়ে বলা হয়েছে, জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদার হিসেবে আগামী ৫০ বছরের বেশি সময় ধরে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com