বুধবার (২৯ মার্চ) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলের নেতাদের সঙ্গে আলোচনার জন্য চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
অপরদিকে বিএনপিকে দেয়া সংলাপের আহ্বান ইস্যুতে মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, অনানুষ্ঠানিক বৈঠকের জন্য দলটিকে চিঠি দেয়া হয়েছে। বিএনপি কোনো এজেন্ডা দিলে কমিশন ভেবে দেখবে। বিএনপিকে সংলাপের আহ্বান জানানো হয়নি।
Leave a Reply