বৃহস্পতিবার (১৬ মার্চ) মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল নৈশভোজে অংশ নেয়।
বিএনপির মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামা ওবায়েদ ভারতীয় হাই কমিশনারের বাসায় যান।
এদিকে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ তফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি। বিভাগীয় গণসমাবেশ, গণবিক্ষোভ, অবস্থান কর্মসূচি, পদযাত্রা শেষে গত ১১ মার্চ মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি।
এ ধারাবাহিকতায় শনিবার (১৮ মার্চ) দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপির নেতাকর্মীরা।
এর আগে, আন্দোলন ও নির্বাচন ইস্যুতে গত রোববার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল বৈঠক করে।
Leave a Reply