আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আদালতের মধ্যে জঙ্গি কায়দায় ভোট পণ্ড করার চেষ্টা করেছে বিএনপি নেতারা। বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের এক যৌথসভায় এসব কথা বলেন তিনি ।
এসময় সাধারণ সম্পাদক বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালাট পেপার ছিনতাই করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। আদালতে দফায় দফায় জঙ্গি কায়দায় হামলা করে, ভোট পণ্ড করেছে ।
বিএনপিকে ভোটচুরির রাজা মন্তব্য করে তিনি বলেন, ভোট চোরের রাজা বিএনপি। দেশের মানুষ এতো বোকা নয়, মানুষ এখন বুঝে গেছে। ভোট চুরির অপবাদ আওয়ামী লীগকে দেবেন না। আওয়ামী লীগ ভোট চুরি করে না, ভোট চোরের রাজা হলো বিএনপি। গতকাল বিএনপিপন্থি এক নেতা ভোটের ব্যালট চুরি করতে গিয়ে ধরা পড়েছে। গত ১০ বছর ধরে বিএনপি এই ভোট চুরির কাজটি করছে।
তিনি বলেন, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নির্বাচন ঠেকানোর চক্রান্ত জানান দিচ্ছে তারা। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে ষড়যন্ত্রের অন্ধ গলিতে হাঁটছে বিএনপি।
এসময় দলটিকে উদ্দ্যেশ্য করে ওবায়দুল আরও বলেন, খারাপ কিছু ঘটানোর ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ জনগণের সংগঠন ভয় দেখিয়ে লাভ নেই। সারাদেশের মানুষ আওয়ামী লীগের সঙ্গে আছে, তাই এমন কোনো শক্তি নেই যে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ হারাতে পারে। এজন্য দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ।
বিএনপি দেশের মধ্যে আবারও আগুন সন্ত্রাস করার পাঁয়তারা করছে অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচনে আসবে না বরং তারা ২০১৩ ও ১৪ সালের মতো পরিস্থিতি করতে চায়। এজন্য তাদের মধ্যে ভেতরে ভেতরে কিছু আলোচনা হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি। বিএনপি আবার আগুন সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব করতে চায়। শেখ হাসিনার উন্নয়ন ও অর্জন মানুষের মন কাড়ছে। এজন্য বিএনপি চোরাগলি দিয়ে ক্ষমতায় আসতে চেষ্টা করছে।
এদিকে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সামনের দিনগুলো খুব চ্যালেঞ্জিং, শেখ হাসিনাকে রাজনীতি থেকে হটাতে বিদেশী ষড়যন্ত্র শুরু হয়েছে। সবাইকে তাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।
Leave a Reply