বুধবার (১৫ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সরকার বিরোধী নেতাদের দমন করতে সৃজনশীল পদ্ধতি আবিষ্কার করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার সবচেয়ে বড় অস্ত্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গ্রেফতার ও মামলা দিচ্ছে। বেগম জিয়াকে বন্দি করে রেখেছে। মামলা হামলা দিয়ে বিএনপির আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।’
ক্ষমতাসীনরা ভয় দেখিয়ে জনগণকে ভীতির মধ্যে রাখতে চায় দাবি করে তিনি বলেন, শিক্ষা নেন, জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে কোনো অস্ত্র দিয়ে দমন করা যায় না। জনগণের বিরুদ্ধে গিয়ে আপনারা টিকতে পারবেন না। চোখের ভাষা ও দেয়ালের লিখন বুঝতে শিখুন।
তরুণদের জেগে ওঠার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাস্তায় রাস্তায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
Leave a Reply