রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভকে ফেরারি আসামী ঘোষণা করেছে ইউক্রেন। দেশটির গোয়েন্দা সংস্থা এসবিইউ মেদভেদেভকে গত ১ মার্চ থেকে নিখোঁজ হিসেবে দেখিয়ে মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত করেছে।
গতকাল এসবিইউ নিশ্চিত করেছে যে, মেদভেদেভকে মার্চ মাসে তালিকাভুক্ত করা হয়েছে। তার নাম ইউক্রেনের গোয়েন্দা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং তাকে পলাতক আসামী হিসেবে দেখানো হয়েছে।
ইউক্রেনের এই পদক্ষেপের জবাবে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটির প্রধান অ্যালেক্সি বাস্ত্রিকিন ইউক্রেনের কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে টেলিগ্রামে এক পোস্টে বলা হয়েছে, রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভকে এমন বেআইনিভাবে ফেরারি ঘোষণার জন্য এসবিইউ’র কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
ইউক্রেনের গোয়েন্দা মন্ত্রণালয়ের ডাটাবেইজে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর পাশাপাশি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল ইগোর কোনাশেংকভসহ কয়েকশ রুশ কর্মকর্তা এবং এমপিকে ফেরারি আসামি ঘোষণা করা হয়েছে।
Leave a Reply