নিজেস্ব প্রতিবেদক :
বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত,ইলিয়াস,পিনাকী তাদেরই একজন জহির খান। বর্তমানে বসবাস করেন ভার্জিনা স্টেট,যুক্তরাষ্ট্র। জম্ম সুত্রে বাংলাদেশ নাগরিক।
জম্ম নিবন্ধ নং ১৯৬১৭৫২৩৩০৩১৮২৩৩৯। পিতা মৃত ডা: ছাদুল্লা খান,মাতা মৃত তাহেরা বেগম। রাস্তা/মহল্লা: কুরীপাড়া, খানকুটির,আলীপুর,বেগমগঞ্জ-৩৮২০,ওয়ার্ন্ড-৩ চৌমুনী পৌরসভা, নোয়াখালি,।
সরকার বিরোধী কর্মকান্ডের সাথে সম্পৃত থেকে ইলেট্রোনিক/সোস্যাল মিডিয়াতে সরকারের ভামূর্তিক্ষুন্ন করে কওে চলেছেন। পদ্ম সেতুর মত উন্নয়ন কর্মকান্ডের কুরুচিপূন্য করেছেন। তার ব্যবহৃত ফেইজবুক পেইজে গত ৩০.০১২.২০২২ তারিখে। আরও অনুসন্ধ্যানে জানা যায়, দূর্নীতিতে সাজা প্রাপ্ত বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি চেয়ে আমেরিকা ভার্জিনা স্টেট গণ সমাবেশে সরকার বিরোধী বিব্রতকর মন্তব্য করেছেন।
তিনি প্রবাসি নাগরিক ইতোমধ্যে অবৈধ ভাবে নাগরিত্ব(এন আই ডি) কার্ড পাওয়ার আবেদন করেছেন।্ দেশের পাসর্পোট জালজালিতির মধ্যে ব্যবহার করে দেশে অবৈধ ব্যবসা পরিচালনা করছেন। সকল অনৈতিক কর্ম প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করা হলো।
দেশের পাসর্পোট নম্বর-পি ও ০৩৩০৯৩৪।
এ ছাড়াও জামায়েত বিএনপি দলীয় লোকজনের সাথে ষড়যন্ত্রমুলুক গোপন বৈঠক করেছন। আগামী নিবার্চনকে সামনে রেখে আবারও দেশে আসার খবর পাওয়া গেছে তারেক জিয়ার ষড়যন্ত্র বাস্তবায়নে।
Leave a Reply