1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী: ড. মঈন খান

  • আপডেট সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বুধবার (১ মার্চ) সকালে জাতীয়তাবাদী মৎসজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

আবদুল মঈন খান বলেন, একদিকে অর্থনৈতিক কোষাগারে দরিদ্র মানুষের অবস্থা নাজেহাল। অন্যদিকে, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে। সরকার জোর গলায় বলেছে, আইএমএফ সন্তুষ্ট হয়ে ঋণ দিয়েছে। কিন্তু আদতে আইএমএফর কাছে ভিক্ষা চেয়েছে তারা।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, ক্ষমতাসীনরা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করছে। সরকারের বিরুদ্ধে কথা বলেলেই রাষ্ট্রবিরোধী আখ্যা দেয়া হয়। সরকার ভয় পেয়ে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না বলেও এ সময় দাবি করেন আবদুল মঈন খান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com