1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

সবই আল্লাহর ইচ্ছা : মোহাম্মদ সাহাবুদ্দিন

  • আপডেট সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১০ বার পঠিত

রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। গণমাধ্যম কর্মীরা প্রতিক্রিয়া জানতে নির্বাচন ভবনের নিচে শুধু একটি বাক্যই বলেন মো. সাহাবুদ্দিন, সবই সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা।

 

 

এর আগে আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন তিনি।

 

 

রাষ্ট্রপতি প্রার্থী স্বয়ং কমিশনে সকাল থেকে নির্বাচন কমিশন নতুন রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য প্রস্তুত ছিল। সকাল সোয়া ৯টার দিকে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম নির্বাচন ভবনে এসে সরাসরি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনি কর্তার কক্ষে খোঁজ নেন। একে একে নির্বাচন কমিশনাররাও ইসিতে আসতে থাকে।

 

 

সোয়া দশটার দিকে সিইসি আসেন নির্বাচন ভবনে। নির্বাচন কমিশনাররাও সিইসির সঙ্গে আলাপ করতে আসেন। পরে তিনি নির্বাচনি কর্তার নির্ধারিত কক্ষের নির্দিষ্ট আসনে অপেক্ষা করেন। সচিবসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

 

এরপর বেলা ১১টার আগে আওয়ামী লীগের প্রধান হুইপ নূর ই আলম চৌধুরী ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এসে নির্বাচনি কর্তার কাছে সাক্ষাৎ করেন।

 

 

এর কিছুক্ষণ পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দল আসেন, সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মো. সাহাবুদ্দিন। এ সময় তাকে সবাই ঘিরে ধরে এগিয়ে নিয়ে আসেন। স্মিত হাস্যে মো. সাহাবুদ্দিন জানান দিচ্ছেন তিনিই প্রার্থী।

 

 

নির্বাচন ভবনে চার তলায় প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে প্রার্থীকে নিয়ে বসেন আওয়ামী লীগ নেতারা। সঙ্গে মনোনয়নপত্র নেওয়া হয় এ কক্ষে।

 

 

রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্রে সই করেন প্রার্থী। এ সময় গণমাধ্যমের চাপ থাকলেও কাউকে প্রবেশ কক্ষে দেওয়া হচ্ছিল না; তখনই অনেকটা তাকে ঘিরে প্রটোকল দেখা যায়।

 

 

এরই মধ্যে প্রার্থীর মনোনয়নপত্র নিয়ে নির্বাচনি কর্তার কাছে জমা দেওয়া হয়।

 

 

মনোনয়নপত্র জমার সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ প্রতিনিধি দলের সবাই উপস্থিত ছিলেন। সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনোনয়নপত্র জমা দিয়ে গণমাধ্যমের কাছে নতুন রাষ্ট্রপতি প্রার্থীর পরিচিতি তুলে ধরেন।

 

 

পরবর্তীকালে প্রার্থীসহ প্রতিনিধি দল বের হয়ে যায়। গণমাধ্যম কর্মীরা প্রতিক্রিয়া জানতে নির্বাচন ভবনের নিচে শুধু একটি বাক্যই বলেন মো. সাহাবুদ্দিন, ‘সবই সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা।’

 

 

আগামী ফেব্রুয়ারির ১৯ তারিখ ভোটের দিন রেখে গত ২৫ জানুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

 

 

ঘোষিত তফসিল অনুযায়ী- আগ্রহী প্রার্থীরা ১২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৩ ফেব্রুয়ারি যাচাই-বাছাইয়ের পর ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

 

 

বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা হচ্ছেন ভোটার। চলতি সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। ফলে আ. লীগ যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন করবে, তিনিই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হবেন- এটা এক রকম নিশ্চিতভাবে বলা যায়।

 

 

প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক প্রার্থী না থাকায় সংসদ অধিবেশন কক্ষে ভোটের প্রয়োজন পড়ছে না।

 

 

সে ক্ষেত্রে মঙ্গলবারই বৈধ মনোনয়নপত্র হওয়ার পর প্রত্যাহারের দিন চূড়ান্ত ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com