টঙ্গীতে ৫৬ তম বিশ্ব ইজতেমার ময়দানে এবার ১০ লাখের বেশি মুসল্লির জমায়েত হবে বলে আশা আয়োজক কমিটির। প্রস্তুত হচ্ছে ময়দান। বুধবার ( ১১ জানুয়ারি) থেকে আসতে শুরু করবেন মুসল্লিরা। নিরাপত্তায় থাকছে ১০ হাজারের বেশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। শুক্রবার (১৩ জানুয়ারি) ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে শেষ হবে রোববার (১৫ জানুয়ারি)।
১৬০ একর ইজতেমা ময়দানের ওপর তৈরি হয়েছে প্যান্ডেল। খুঁটিতে লেগেছে নম্বরপ্লেট, খিত্তা নম্বর বসানোর কাজও শেষ। বাকি শুধু তাবু টানানো। স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসেছে হাজারো মুসল্লি।
আয়োজক কমিটির মুখপাত্র মো. মাহফুজ হান্নান জানান, করোনার কারণে দুই বছর অনুষ্ঠিত হয়নি ইজতেমা। তাই এবার দেড় গুণ বেশি মুসল্লি জমায়েতের আশা আয়োজক কমিটির। ১০০ দেশ থেকে আসতে পারে মেহমান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান, এবার পুরো ময়দানে প্রায় ৩০০ সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে। নিরাপত্তায় থাকছে আইন-শৃঙ্খলা বাহিনীর ১০ হাজার সদস্য।
মুসল্লিদের জন্য তুরাগ তীরে ১৬টি অস্থায়ী সেতু তৈরি করা হচ্ছে। বিশুদ্ধ পানির জন্য বসানো হয়েছে ১২টি নলকূপ।
Leave a Reply