যুক্তরাজ্যের বেশকিছু বহুজাতিক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন ঢাকা সফররত অল পার্লামেন্টারি পার্টি গ্রুপের সভাপতি রুশনারা আলী। এ সম্ভাবনা কাজে লাগাতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।
বুধবার গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে এসব কথা বলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। দেশের তৈরি পোশাক শিল্পের অগ্রগতিতে মুগ্ধ যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্যরা।
ব্রিটিশ পার্লামেন্টের তিন সহকর্মী ও দুজন সহযোগী নিয়ে গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে আসেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী।
তাদের স্বাগত জানান, বেক্সিমকো টেক্সটাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভিদ হোসেন। শুরুতে সংক্ষিপ্ত বৈঠকে তৈরি পোশাক খাতে বেক্সিমকোর নানা উদ্যোগ সম্পর্কে ব্রিটিশ এমপিদের অবহিত করেন কর্মকর্তারা।
এরপর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ডেনিমসহ বেশকিছু কারখানা ঘুরে দেখেন ব্রিটিশ এমপিরা। কারখানাগুলোর আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা দেন বেক্সিমকো কর্মকর্তারা। ঘুরিয়ে দেখান দেশের সবচেয়ে বড় ওয়াশিং প্ল্যান্ট ও শাইনপুকুর সিরামিক কারখানা।
চক্রাকার অর্থনীতিতে দেশের সম্ভাবনার কথা ব্রিটিশ এমপিদের জানান বেক্সিমকো টেক্সটাইল সিইও। দেশটিতে বাংলাদেশের রপ্তানি বাড়াতে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।
বেক্সিমকো টেক্সটাইল সিইও সৈয়দ নাভিদ হোসেন বলেন, বাংলাদেশের বিনিয়োগে অনেক সুযোগ রয়েছে। আমাদের শিল্প কারাখানায় এখন বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে… তাই যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এখানে ব্যবসা করা আহ্বান জানাচ্ছি।
রুশনারা আলী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে ব্রিটিশরা মুগ্ধ। ব্রিটেনের বাংলাদেশিরা চায় সেখানে বাংলাদেশের রপ্তানি বাড়ুক। একইভাবে ব্রিটিশরাও দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। বর্তমানে বাংলাদেশে ব্যবসা করছে দুইশর মতো ব্রিটিশ কোম্পানি।
জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বাংলাদেশের নানা সমস্যা সমাধানে পাশে থাকার কথাও জানান রুশনারা আলী। এ সময় দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর নানা উপায় নিয়ে আলোচনা করেন বেক্সিমকো ও যুক্তরাজ্যের পার্লামেন্ট প্রতিনিধিরা
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনের সময় রুশনারা আলীর সংগে প্রতিনিধি দলে আছেন জনি রেনল্ডস, মোহাম্মদ ইয়াসিন, টম হান্ট। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনও তাদের সংগে আছেন।
Leave a Reply