রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ভোট গণনায় প্রাপ্ত ফলাফলে মেয়র পদে এখন পর্যন্ত জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা এগিয়ে রয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাত পাখার প্রার্থী। তৃতীয় অবস্থানে হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী। এছাড়া নৌকা প্রতীকের প্রার্থী রয়েছেন চতুর্থ অবস্থানে।
মোট ২২৯টি কেন্দ্রের মধ্যে ৫৫টির গণনা শেষে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান পেয়েছেন ৩১ হাজার ৬২৩ ভোট, ইসলামী আন্দোলনের মো. আমিরুজ্জামান প্রার্থী ১১ হাজার ৩৯৮ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান ৭ হাজার ৬৩৫ ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা পেয়েছেন ৫ হাজার ৫০৫ ভোট।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ভোট কোন বিশৃঙ্খলা ছাড়াই শেষ হয় সন্ধ্যা সোয়া ৭টায়। নগরীর ৩৩ ওয়ার্ডের ২২৯টি কেন্দ্রেই ভোট হয় ইভিএমে।
নগরপিতা হতে মেয়র পদে লড়ছেন ৯ জন প্রার্থী ও ৩৩টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর (মহিলা) পদে ৬৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a Reply