ঢাকার নয়াপল্টনে বিএনপির সমাবেশের কাছেই পুলিশের সাথে কর্মীদের সংঘর্ষ, গাড়ি ভাংচুর ও গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপের পর বিএনপির সমাবেশ পণ্ড। রবিবারও শান্তি সমাবেশ করার ঘোষণা আওয়ামী লীগের। শনিবারের এই রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে বিবিসি বাংলার সরাসরি আয়োজন:
সার সংক্ষেপ
রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি
রবিবারও শান্তি সমাবেশ এবং মিছিল করার ঘোষণা আওয়ামী লীগের
পুলিশের সাথে কর্মীদের সংঘর্ষ, কাঁদানে গ্যাসের ধোঁয়ায় বিএনপির সমাবেশ পণ্ড
পুলিশের এক কনস্টেবল নিহত, ‘বিএনপি-জামায়াতের’ প্রতি হামলার অভিযোগ পুলিশের
অনুমতি না থাকলেও বড় সমাবেশ করেছে জামায়াতে ইসলামী
রবিবার সারাদেশে শান্তিপূর্ণ হরতাল পালনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
হরতাল কর্মসূচি ঘোষণা করে দেয়া বিবৃতিতে দলটি বলেছে, “২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের বাধাদান ও মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে” এই কর্মসূচি দেয়া হয়েছে।
এদিকে, বিকেলে প্রেস ক্লাবে সমাবেশ করেছে বিএনপির সমমনা দলের প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চ, সেখান থেকে তারাও হরতালের ঘোষণা দেয়।
গণতন্ত্র মঞ্চের একজন নেতা রফিকুল ইসলাম বাবলু ‘আওয়ামী লীগকে আর সহায়তা না করে’, আগামীকাল সারাদিন প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
এই প্ল্যাটফর্ম আগামীকাল পরবর্তী কর্মসূচীর ঘোষণা দেবেন বলে জানিয়েছে।
Leave a Reply