আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ঝুঁকি নেই। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে আইন শৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সমাবেশস্থল পরিদর্শন শেষে এসব কথা জানান র্যাব মহাপরিচালক খুরশীদ হোসেন ও ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন র্যাব মহাপরিচালক খুরশীদ হোসেন।
উদ্যান ঘুরে দেখে তিনি জানান, নানা পয়েন্টে মোতায়েন থাকছে স্ট্রাইকিং ফোর্স, ডগ স্কোয়াড, বোম্ব ডিস্পোজাল, প্যাট্রোলিং টিম, কমান্ডো ফোর্স। নিরাপত্তা নিশ্চিতে পুরোপুরি প্রস্তুত আছে র্যাব।
পরে সেখানে আসেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই ঝুঁকিতে থাকেন উল্লেখ করে তিনি বলেন, তার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্মেলন ঘিরে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালালে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ডিএমপি কমিশনার।
Leave a Reply