বিএনপির পদত্যাগে শূন্য হওয়া পাঁচ আসনের উপনির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। অর্থের সংকট ও সক্ষমতার অভাবে সিসি ক্যামেরা ব্যবহার হচ্ছে না বলে জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। সোমবার নিজ দপ্তরে তিনি এসব কথা বলেন।
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে সিসি ক্যামেরায় অনিয়ম দেখে ভোট বন্ধ করেছিল নির্বাচন কমিশন। এ নিয়ে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার নিয়ে পক্ষে-বিপক্ষে মত আসে।
আগামী পয়লা ফেব্রুয়ারি পাঁচ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনগুলো হলো, ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২। সব আসনেই হবে ইভিএমে ভোটগ্রহণ।
এ সময় তিনি আরও বলেন, আদালতের আদেশ পেলে ব্যারিস্টার নাজমুল হুদার দল তৃণমূল বিএনপি নিবন্ধন পাবে কিনা, সে সিদ্ধান্ত বৈঠকের পর জানাবে নির্বাচন কমিশন। ২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে নিজ দলের নিবন্ধন পেতে আবেদন করেছিলেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা। তবে নূরুল হুদা কমিশন সে আবেদন বাতিল করে দিয়েছিল।
Leave a Reply