মুক্তিযুদ্ধে ভারত সহয়তা না করলে স্বাধীন হতে ভিয়েতনামের মতো দীর্ঘ সময় লাগতো বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার বেলা ১২টার দিকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়াম বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বাঙালিরা অকৃতজ্ঞ জাতি না। তাই কোনো বিছিন্নবাদীরা বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার শ্রী প্রনয় ভার্মা বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক সবসময় স্পেশাল। কেননা সাংস্কৃতিক দিকসহ নানা বিষয়ে দেশ দুটোর মধ্যে অনেক মিল রয়েছে।
ভারতীয় হাইকমিশনার বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে এ সম্পর্ক আরও মজবুত হয়েছে। ভবিষ্যৎতে এই সম্পর্ক আরও বহুদূর এগিয়ে যাবে।
প্রয়ন ভার্মা বলেন, দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি একে-অপরের ওপর নির্ভরশীল। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দুই দেশ একই সঙ্গে কাজ করতে হবে।
Leave a Reply