রাজধানীতে আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আর তা অনুষ্ঠিত হবে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে। এ সমাবেশে দুই লাখের মতো জমায়েতের লক্ষ্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের।
শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা আড়াইটায় শুরু হবে সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ইউনিট, ওয়ার্ড থেকে শুরু করে থানা থেকে মহানগর পর্যায়ের নেতা-কর্মীরা যোগ দেবেন এই সমাবেশে। দুই লাখের মতো জমায়েতের লক্ষ্য ক্ষমতাসীন দলটির।
রাস্তায় সমাবেশে পুলিশের আপত্তি থাকায় বায়তুল মোকাররম দক্ষিণ গেইটের পরিবর্তে এই কর্মসূচি মহানগর নাট্যমঞ্চে পালনের সিদ্ধান্ত হয়েছে।
Leave a Reply