বৃহস্পতিবার রাজধানীতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক এম সানাউল হক।
মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের দুই আসামির বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় তিনি বলেন, ওসমান ফারুকের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। তাঁর বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। প্রত্যক্ষ সাক্ষীও পাওয়া গেছে, দুই মাসের মধ্যে প্রতিবেদন দেয়া হবে বলে জানান তিনি।
আর যে কোন সময় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, অভিযোগ ওঠার পর ২০১৬ সালে ওসমান ফারুক দেশ ছেড়ে যান।
Leave a Reply