গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ১২৫ কেন্দ্রে কর্মকর্তাকে দায়িত্ব পালনে অবহেলায় সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত কার্যকরে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কাছে চিঠি দেবে ইসি।
সিইসি বলেন: ১২৫ প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা করেছেন, তাদের বিরুদ্ধে চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ৯৪ নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে চাকরি থেকে দু মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হবে। কেন্দ্র ২, ৫, ৫৯, ৬২,১০৫ এর এস আই দায়িত্ব পালনে অবহেলার জন্য চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কাজী হাবিবুল আউয়াল বলেন: পরবর্তী নির্বাচনে অনিয়মে জড়িত কোনো প্রিসাইডিং অফিসার ভোট গ্রহণ কর্মকর্তা হতে পারবে না।
সিইসি বলেন: গাইবান্ধা উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর অনিয়মের প্রমান পেলেও তাতে কোন প্রার্থীর সম্পৃক্ততা পায়নি নির্বাচন কমিশন।
তিনি বলেন, গাইবান্ধা উপনির্বাচনে পুনঃতফসিল হবে না শুধু ভোটের তারিখ ঘোষণা করা হবে।
Leave a Reply