মহান মুক্তিযুদ্ধে শহীদ আইনজীবীদের তালিকা ১ ডিসেম্বরের মধ্যে দিতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সম্প্রতি সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন বিষয়ক প্রকাশনা উপকমিটির এক সভায় শহীদ আইনজীবীদের তালিকা সংগ্রহের সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তে প্রধান বিচারপতি অনুমোদন দিয়েছেন।
এ অবস্থায় শহীদ আইনজীবীদের তালিকা সংগ্রহ করে দেশের সব জেলা জজ ও জেলা আইনজীবী সমিতিকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে ডাকযোগে বা ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর বর্ণিল আয়োজনের প্রস্তুতি নিয়েছে দেশের সর্বোচ্চ আদালতটি।
Leave a Reply