রাজধানীতে শুরু হতে যাচ্ছে তিনদিনের নির্মাণ ও গৃহ সজ্জা শিল্পপণ্যের ৩টি আর্ন্তজাতিক প্রদর্শনী। বিল্ডিং ও কনস্ট্রাকশন, উড এবং ইলেক্ট্রিক্যাল পণ্যের দেশি-বিদেশি প্রায় ২০০ প্রতিষ্ঠান অংশ নেবে।
আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া ষষ্ঠ বাংলাদেশ বিল্ডকন, উড এবং ইলেক্ট্রিক্যাল ইন্টারন্যাশনাল এক্সপো ২০২২ এর উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনদিনের এই প্রদর্শনী শেষ হবে ২৬ নভেম্বর।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ৬ষ্ঠবারের মতো ‘বাংলাদেশ বিল্ডকন-২০২২’ এর আয়োজন করেছে আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড।
আয়োজকরা জানান, মূল এক্সপো’তে ‘বাংলাদেশ উড- ২০২২’; ‘বাংলাদেশ বিল্ডকন-২০২২’ এবং ইলেক্ট্রিক্যাল এক্সপো-২০২২- এই তিনটি বিভাগে প্রদর্শনীটি চলবে। এতে বাংলাদেশসহ মোট ১০টি দেশের প্রায় ২০০টি প্রতিষ্ঠানের প্রায় দুই হাজারেরও বেশি পণ্য স্থান পাবে। যেখানে নির্মান শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট, মেশিনারী এবং প্রযুক্তি তুলে ধরা হবে। এছাড়া, কাঠ ও আসবাবপত্র শিল্প নিয়ে অন্য প্রদর্শনীতে এ সংশ্লিষ্ট মেশিনারী, হার্ডওয়্যার অ্যান্ড টুলস; ফিটিং অ্যান্ড ফিক্সচার, লেমিনেট, বোর্ড, কোটিং, অ্যাব্রেসিভ অ্যান্ড অ্যাঢেসিভসহ অন্যান্য পণ্য প্রদর্শিত হবে।
ষষ্ঠ বাংলাদেশ বিল্ডকন, উড এবং ইলেক্ট্রিক্যাল ইন্টারন্যাশনাল এক্সপো ২০২২ প্রতিদিন সকাল ১১ থেকে রাত ৮ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
Leave a Reply