বিদেশি কূটনীতিকদের শিষ্টাচার মেনে চলার তাগিদ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, কূটনীতিকদের মনে রাখা উচিত বাংলাদেশ পরাধীন নয়। মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রদূতেরা অভিযোগ করেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করে তাদের মন্তব্য করতে বাধ্য করা হয়।
সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
এবারের সম্মেলনে ভারত মহাসাগরের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও অবাধ চলাচলের বিষয়ে জোর দেবে ঢাকা, জানান পররাষ্ট্রমন্ত্রী।
কূটনীতিকদের শিষ্টাচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের মন্তব্য অনাকাঙ্ক্ষিত।
Leave a Reply