ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নয়নের মতো আরও অনেকে গণতন্ত্রের লড়াইয়ে প্রাণ দিয়েছেন। তারা জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশের মানুষের মুক্তির জন্য।
ফখরুল বলেন, বেগম জিয়া কারাগারে বন্দি, বিএনপি নেতা তারেক রহমান বিদেশে। বহুদূর থেকে হলেও তিনিই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপির সঙ্গে আন্দোলনকারী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। যাদেরকে নিয়ে দেশকে সামনে নিয়ে যাওয়া হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।
তিনি বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। এই সরকার এখন গণশত্রুতে পরিণত হয়েছে। গণবিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ। রাজত্ব কায়েম করে লুট করে নিচ্ছে সরকার। চুরি করছে, বিধবাভাতা, দুস্থভাতা থেকেও বখরা নিচ্ছে আওয়ামী লীগ। করোনা জয়ের কথা বলে হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে ক্ষমতাসীনরা।
মির্জা ফখরুল বলেন, বিএনপিকে প্রতিটি পদক্ষেপ খুব সতর্কতার সঙ্গে নিতে হবে। বিএনপির প্রতিটি সিদ্ধান্ত নিতে হয় তারেক রহমানের নির্দেশেই। সিদ্ধান্ত আসে যৌথভাবে, তার বাইরে নয়।
Leave a Reply