আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। তবে বিএনপি প্রতিহিংসার রাজনীতির ধারক ও বাহক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বঙ্গবন্ধু সৈনিক লীগের ১ম জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর নিয়ে বিএনপি এখন রক্ষণাত্মক অবস্থানে রয়েছে। কিন্তু মানসিকভাবে এখনও তারা আক্রমণাত্মক অবস্থানে আছে। বিএনপি যতই ষড়যন্ত্র করুক আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ কখনো অনিশ্চয়তার দিকে যাবে না।
পরে সম্মেলনে সৈনিক লীগের সভাপতি হিসেবে হারুন উর রশীদ এবং আর সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় তানজীদ বিন রহমান তুর্যকে।
১০ ডিসেম্বর নিয়ে বিএনপির সমাবেশের সমালোচনা করে বলেন, ভোট চুরির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে।
Leave a Reply