1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net

সাউথ আফ্রিকায় প্রবল বৃষ্টি, বন্যা, মৃত ৪৯

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৪৫ বার পঠিত

সাউথ আফ্রিকায় প্রবল বৃষ্টি, বন্যা, মৃত ৪৯, লস অ্যাঞ্জেলেসে রাতে কারফিউ জারি, শুল্ক ও বাণিজ্য নিয়ে অ্যামেরিকা, চীন মতৈক্য, কলম্বিয়ায় পরপর বিস্ফোরণে মৃত দুই, , বিশ্বের সব খবর একসাথে এখানে৷সাউথ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রভিন্সে প্রবল বৃষ্টির পর ভয়ংকর বন্যা হয়েছে। সাউথ আফ্রিকার বাকি জায়গাতেও বৃষ্টি হচ্ছে, বরফ পড়েছে, শৈত্যপ্রবাহ চলছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের তুষারপাত ও ভয়ংকর বৃষ্টি একসঙ্গে আগে কখনো হয়নি। বন্যার তাণ্ডবে ৪৯ জন মারা গেছেন। তার মধ্যে চারজন শিশু। তারা মিনিবাস ট্যাক্সিতে স্কুল থেকে ফিরছিল। মিনিবাস বন্যার তোড়ে ভেসে যায়। চার শিশুসহ বাসটির চালক ও কন্ডাকটর মারা গেছেন। চারজন পড়ুয়া নিখোঁজ। সাউথ আফ্রিকার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখন পুরোপুরি উদ্ধার ও ত্রাণের কাজ করছেন। এই ধরনের বিপর্যয় আগে কখনো হয়নি। জলবায়ু পরিবর্তন ও উষ্ণায়নের জন্যই এরকম হয়েছে বলে তারা জানিয়েছেন।

জিএইচ/এসসি(এপি, এএফপি, রয়টার্স)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com