এখনো ৪ হাজার ৩৬৫ জন হজযাত্রীর ভিসা হয়নি। অন্যদিকে মঙ্গলবার (৬ মে) সকাল পর্যন্ত ৭৪টি ফ্লাইটে মোট ৩০ হাজার ১৩৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
মঙ্গলবার (৬ মে) সকালে হজ অফিসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, মঙ্গলবার সকাল পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার ৫ হাজার ৬৪ জন ভিসা পেয়েছেন।
অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনার ৭৭ হাজার ৬৭৬ জনসহ মোট ৮২ হাজার ৭৩৫ জন হজযাত্রী ভিসা পেয়েছেন। এখনো ৪ হাজার ৩৬৫ জন হজযাত্রীর ভিসা বাকি রয়েছে। বাকি হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া চলমান রয়েছে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।
এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।
সৌদি আরবে পৌঁছেছেন ৩০ হাজার ১৩৪ হজযাত্রী
হজ পালনের জন্য মঙ্গলবার সকাল পর্যন্ত সর্বমোট ৩০ হাজার ১৩৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
মোট হজ ফ্লাইট সংখ্যা ৭৪টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৫টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৬টি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।
সৌদি আরবে গিয়ে চলতি বছর এ পর্যন্ত দু’জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলেও ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
Leave a Reply