রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১০ ডিসেম্বর মহাসমাবেশ করতে চায় বিএনপি। এ লক্ষে ঢাকার পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে অনুমতি চেয়েছে দলটি।
মহাসমাবেশের জন্য পল্টনে কেন্দ্রীয় কাযালয়ের সামনে ভেন্যু ও মাইক ব্যবহারের অনুমতি চেয়ে পুলিশ কমিশনারের কাছে করা আবেদন নিয়ে মঙ্গলবার সকালে ডিএমপি হেড কোয়াটারে আসেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান, আব্দুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যনিসহ বিএনপির শীর্ষ নেতারা।
প্রায় আধা ঘন্টা বৈঠক করে বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান।
মামলা অথবা গ্রেফতারী পরোয়ানা নেই এমন বিএনপি নেতাদের বাড়ি বাড়ি তল্লাশির নামে হয়রানি বন্ধের দাবি করেন বিএনপি নেতারা।
বিএনপির নেতাকর্মী হোক বা না হোক মামলার প্রয়োজনে যে কাউকেই গ্রেফতার করবে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া সম্ভাব্য হুমকি পর্যালোচনা করে অনুমতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে ডিএমপি কর্তৃপক্ষ।
Leave a Reply