1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

ইসরাইলের বিরুদ্ধে মতামত জানানোর আহ্বান আন্তর্জাতিক আদালতের প্রতি জাতিসংঘের যে আহ্বানকে স্বাগত জানাল ওআইসি

  • আপডেট সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১১৬ বার পঠিত

ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলি জবরদখলের ব্যাপারে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতকে নিজের মতামত জানানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ রাজনৈতিক ও উপনিবেশ-বিরোধী কমিটি গতকাল এমন একটি প্রস্তাবের পক্ষে রায় দেয় যেখানে ১৯৬৭ সালের পর ইসরাইলের দখলে চলে যাওয়া ফিলিস্তিনি ভূখণ্ডের ব্যাপারে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের মতামত চাওয়া হয়। প্রস্তাবের পক্ষে ৯৮ ভোট এবং বিপক্ষে ১৭ ভোট পড়ে। আর ভোটদানে বিরত থাকে ৫২টি দেশ।

জাতিসংঘের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, “জাতিসংঘের প্রস্তাব প্রমাণ করে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি বিশ্ববাসীর সমর্থন রয়েছে।আমরা এ বিষয়ে প্রচেষ্টা জোরদার করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আবারও আহ্বান জানাই। আমাদের দাবি, ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, ১৯৬৭ সালের সীমান্ত নিয়ে জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে।”

হেগে অবস্থিত আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত হচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক প্রতিষ্ঠান। এই আদালত ২০০৪ সালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের কথিত নিরাপত্তা প্রাচীর নির্মাণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে রায় দিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com