২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।আজ (২৬ মার্চ) বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সমর্থন প্রদান করবে। পাশাপাশি, তিনি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নে অংশীদারিত্ব বজায় রাখতে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানান।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে রুবিও বলেন, আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যখন অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করতে কাজ করছে, যা বাংলাদেশের জনগণকে তাদের ভবিষ্যৎ নির্বাচন করার সুযোগ দিবে।তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে, আমি বাংলাদেশের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি এবং একসাথে কাজ করে আমাদের দুই দেশের নিরাপত্তা, শক্তি, এবং সমৃদ্ধি বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।
এই শুভেচ্ছার মাধ্যমে মার্কো রুবিও বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং ভবিষ্যতে একসাথে কাজ করার প্রতি তাদের অঙ্গীকারের কথা পুনঃপ্রকাশ করেন।
Leave a Reply