গাজাকে ‘ধ্বংসের স্তূপ’ উল্লেখ করে মিশর ও জর্ডানকে ফিলিস্তিদের আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যকে প্রত্যাখান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
রোববার (২৬) জানুয়ারি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট আজ এক ফোনালাপে জর্ডানের রাজা আবদুল্লাহকে এই আহ্বান জানান।
প্রতিবেদনে বলা হয়, আবদুল্লাহকে ফোনালাপে ট্রাম্প বলেছেন, ‘আমি চাই আপনি ফিলিস্তিনিদের নিয়ে আরও দায়িত্ব গ্রহণ করুন। গাজা উপত্যকাটি একটি ধ্বংস্তূপ হয়ে আছে।’আগামীকাল সোমবার মিশরের প্রেসিডেন্টের কাছে একই রকম অনুরোধ জানাবেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এই পদক্ষেপ ‘অস্থায়ী’ বা ‘দীর্ঘমেয়াদী’ও হতে পারে।
GOVT
তবে হামাস এই ধরণের যেকোন পদক্ষেপের বিরোধিতা করেছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ট্রাম্পের এমন মন্তব্য সম্ভবত গাজার ফিলিস্তিনিদের ক্ষুব্ধ করবে। এই অঞ্চলটিকে তারা তাদের পূর্বপুরুষের আবাসস্থল হিসেবে দেখে।হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেন, নিজেদের ভূমি ত্যাগ না করে গাজা উপত্যকায় আমাদের ফিলিস্তিনি জনগণ ১৫ মাস ধরে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ সহ্য করেছে। অতএব, তারা কোনও প্রস্তাব বা সমাধান গ্রহণ করবে না বলেও জানান তিনি।
Leave a Reply