বুধবার সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব জানান।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের মেয়াদকালে দেশের খেলাধুলা অনেক এগিয়েছে এবং নানা সহযোগিতায় সেটি অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করার সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক সম্মাননা অনুষ্ঠানে ২৩ খেলোয়াড়ের প্রত্যেককে ৫ লাখ ও ১১ জন প্রশিক্ষককে ২ লাখ টাকা করে দিয়েছেন।
সেপ্টেম্বরে সাফ উইমেনস টুর্নামেন্টে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। এ জন্য এই ফুটবল দলকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো।
সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর হাতে তাদের চ্যাপিম্পয়ন ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ক্লাবের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী স্মারক প্রদান করেন বাফুফের সভাপতি।
Leave a Reply