1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net

ফাঁক দিয়ে ঢুকে কেউ যেন ঐক্য বিনষ্ট করতে না পারে: ডা. শফিকুর রহমান

  • আপডেট সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা আমাদের নিষিদ্ধ করেছিল, জনগণ তাদের নিষিদ্ধ করেছে। স্বৈরাচারের পতনের সঙ্গে দেশ থেকে জুলুম-নির্যাতনের অবসান হয়েছে। আগামীতে এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো সুদ, ঘুস, জাত-পাত ও দল-ধর্মের ব্যবধান থাকবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে শুধু বয়স্করা যুদ্ধ করেননি। সবাই মিলে যুদ্ধ করেছেন।

তিনি আরও বলেন, কোলের শিশু, ৮০ বছরের বৃদ্ধও শাহাদতবরণ করেছেন। একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। কোনো ফাঁক দিয়ে যেন কেউ ঢুকে ঐক্য বিনষ্ট করতে না পারে। এজন্য ছাত্রজনতাসহ সবাইকে সজাগ থাকতে হবে।শুক্রবার রাতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যশোর থেকে সাতক্ষীরা যাওয়ার পথে যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা ফারুক হাসান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, মোবারক হোসেন, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বেনাপোল পৌর জামায়াতের আমির মাওলানা রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা ইউছুপ আলী প্রমুখ।ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। বাংলার জমিনে জামায়াতে ইসলামী একমাত্র আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যাচ্ছে। কারও ছোটখাটো বিষয়কে বড় করে দেখা যাবে না। জীবনের সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। মানুষকে দ্বীনের জন্য উৎসাহিত করতে হবে। আমরা দীর্ঘ সাড়ে ১৫ বছর মজলুম ছিলাম।ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। বাংলার জমিনে জামায়াতে ইসলামী একমাত্র আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যাচ্ছে। কারও ছোটখাটো বিষয়কে বড় করে দেখা যাবে না। জীবনের সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। মানুষকে দ্বীনের জন্য উৎসাহিত করতে হবে। আমরা দীর্ঘ সাড়ে ১৫ বছর মজলুম ছিলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com