বাংলাদেশে আগামী নির্বাচন কীভাবে হবে তা এদেশের সরকার ঠিক করবে, এটা জাতিসংঘের বিষয় নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেনটস এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ডিক্যাব টকে একথা বলেন গোয়েন লুইস।
ডিপ্লোমেটিক করেসপনডেনটস এসোসিয়েশন অব বাংলাদেশ ডিক্যাব টকে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। সেখানে তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে জাতিসংঘের পর্যবেক্ষণ তুলে ধরেন।
রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতি না থাকায় হতাশা জানান তিনি। কথা বলেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং আগামী নির্বাচন নিয়েও। বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতার ঘটনায় জাতিসংঘ উদ্বিগ্ন বলে উল্লেখ করে তিনি বলেন, সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান হওয়া উচিত।
ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবে ডিকাব টক শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে। ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
Leave a Reply