বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে দেখতে ঢাকায় এসেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। চলতি বছরের এপ্রিল মাসে দায়িত্ব নিলেও বাংলাদেশে এটি তার প্রথম সফর। নিরাপত্তা বিষয়ে অভিজ্ঞ আফরিন আক্তার সফরের প্রথম দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব এবং মহাপরিচালক (আমেরিকাস) ও মহাপরিচালক (মিয়ানমার) মো. খোরশেদ আলমের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
এ বিষয়ে একজন কূটনীতিক বলেন, এটি একটি রুটিন সফর। যে অঞ্চলের জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত, সেই অঞ্চল সম্পর্কে ধারণা পাওয়ার জন্য তিনি এখানে এসেছেন।
Leave a Reply