সিটি করপোরেশনের পাশাপাশি নিজের ঘরের মশা নিজেকেই মারতে হবে- বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে, তবে সিটি করপোরেশনের বা সরকারের গাফিলতি থাকলে জানানোর আহ্বান জানান তিনি।
এ সময় ঢাকা (উত্তর) সিটি মেয়র আতিকুল ইসলাম জানান, ডিএনসিসি কোভিড হাসপাতাল জেনারেল হাসপাতালে রূপান্তরিত করার পরিকল্পনা চলছে। ডিএনসিসি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য ৪৯টি আইসিইউসহ ৩৭০টি শয্যা প্রস্তুত আছে। হাসপাতালে ভর্তি আছে ৯৯ ডেঙ্গু রোগী।
Leave a Reply