এ বিষয়ে আবহাওয়া অধিদফতরের দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। যা থেকে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন সময় নিউজকে বলেন, আবহাওয়াগত কারণে নভেম্বর মাসে সারা দেশের তাপমাত্রা কিছুটা কমে গেলেও সমুদ্র ও উপকূলীয় এলাকায় তাপমাত্রা ততটা কমবে না। এই তারতম্য দীর্ঘমেয়াদি আবহাওয়াগত পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে। যার ফলে নভেম্বর মাসেও বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে, এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
তবে লঘুচাপের বিষয়ে কিছুটা নিশ্চিত হওয়া গেলেও ঘূর্ণিঝড়ের বিষয়টি এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলেও মন্তব্য করেন আবহাওয়া অধিদফতরের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিত্রাং। যার প্রভাবে বিভিন্ন জেলায় ঘরের নিচে চাপা পড়ে, গাছচাপায়, পানিতে ডুবে, নৌযান ডুবে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন নারী, ৪টি শিশু। এ ছাড়া ঝড়ে ঘরবাড়ি, চিংড়ি ঘের, পুকুর ও কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে নভেম্বর মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে জানিয়ে আরও বলা হয়, দেশের উত্তরাঞ্চলসহ নদী অববাহিকায় ভোর রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
Leave a Reply